পশ্চিমবঙ্গ

west bengal

Protest Against Continuous Load Shedding : দুর্গাপুরে লোডশেডিং ও জলের অভাব, প্রতিবাদে বিক্ষোভ

By

Published : Apr 29, 2022, 4:38 PM IST

একে তীব্র গরমে নাজেহাল অবস্থা ৷ তার উপর ঘনঘন লোডশেডিং ৷ প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের ভিতরে খালি গায়ে তালপাতার হাতপাখা নিয়ে আন্দোলন সাধারণ মানুষের (Locals Protest Against Continuous Load shedding and Water Shortage in Durgapur) ৷ আর এই আন্দোলেন নেতৃত্ব দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ ৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ইস্পাত কারখানার দফতরে স্মারকলিপি জমা দিতে যান দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের বাসিন্দারা ৷ খালি গায়ে হাতে তালপাতার পাখা নিয়ে সেখানে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা ৷ সিআইএসএফ আন্দোলনকারীদের বাধা দিলে ভবনের ভিতরেই বসে পড়ে আন্দোলন শুরু করেন তাঁরা ৷ অভিযোগ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় পানীয় জলও আসছে না ৷ যার জেরে গরমে আরও কষ্ট বাড়ছে বাসিন্দাদের ৷

ABOUT THE AUTHOR

...view details