পশ্চিমবঙ্গ

west bengal

Leopard Fight: ছাগল নিয়ে লড়াইয়ে মৃত্যু হল এক চিতাবাঘের

By

Published : Jul 15, 2022, 4:15 PM IST

শুক্রবার সকালে ডুয়ার্সের বানারহাট ব্লকের মরাঘাট চা-বাগানে পড়ে রয়েছে এক পূর্ণবয়স্ক মৃত চিতাবাঘ (Leopard Body Recover from Dooars Tea Garden)। যার জেরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বাগানের শ্রমিকরা কাজ করার সময় জি 1 সেকশনে মৃত চিতাবাঘটি পড়ে থাকতে দেখে। দেহের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। চিতাবাঘের দেহের খানিকটা দূরে একটি ছাগলেরও ক্ষত-বিক্ষত দেহ পড়তে থাকেতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। প্রাথমিকভাবে অনুমান দু'টি চিতাবাঘের লড়াইয়ে এই ঘটনা ঘটেছে। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড সূত্রে জানানো হয়েছে, দেহটি ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details