পশ্চিমবঙ্গ

west bengal

Left Front: মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ বামেদের

By

Published : Aug 4, 2022, 10:40 PM IST

বৃহস্পতিবার বাঁকুড়ার মাচানতলায় রাজ্যের শাসকদলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সামিল হল বামেরা (Left Front Agitation on SSC Scam)। বামেদের দাবি, যতক্ষণ না শিক্ষাক্ষেত্রে দুর্নীতিগ্রস্তরা উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। এদিন টেট, নারদা, সারদা, কয়লা ও গরু পাচার কাণ্ড নিয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বামেদের। বাঁকুড়া জেলার সিপিএমের জেলা সম্পাদক অজিত পতি জানান, এখন সময় এসেছে সকলকে নিয়ে আন্দোলনে নামার, এই সরকার সারা পশ্চিমবঙ্গকে দুর্নীতিতে ডুবিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর এদিন দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেছে বাম নেতৃত্ব ৷ বামেদের বক্তব্য, পিসি দিল্লিতে গিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য।

ABOUT THE AUTHOR

...view details