পশ্চিমবঙ্গ

west bengal

75 years of Independence রাত পোহালেই স্বাধীনতা দিবস, রেডরোডে প্রস্তুতি সম্পন্ন

By

Published : Aug 14, 2022, 10:23 PM IST

দুবছর পর দর্শক উপস্থিতিতে পালিত হতে চলেছে 75তম স্বাধীনতা দিবস। এবছর একাধিক নিরাপত্তার বিষয় রাখা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে চলবে নজরদারি। এছাড়াও ট‍্যাবলোর ক্ষেত্রে রাখা হয়েছে বেশ কিছু নতুনত্ব। থাকছে দুর্গা প্রতিমাও। 12টি ট‍্যাবলো দেখা যাবে এবার। প্রায় 14 হাজার মানুষের আসন সংখ্যার বন্দোবস্ত করা হয়েছে। সরকারি সমস্ত প্রকল্প দেখা যাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে (Independence Day Preparations at Red Road)।

ABOUT THE AUTHOR

...view details