পশ্চিমবঙ্গ

west bengal

Elephants in Dooars: স্কুটির সামনে একদল হাতি! কোনওক্রমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

By

Published : Aug 2, 2022, 11:03 PM IST

চলন্ত স্কুটির সামনে হাতি, স্কুটি ফেলে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি । বেঁঁচে ফিরে বনকর্মীদের ফোন করেন ওই ব্যক্তি । বনকর্মীরাও রীতিমতো হিমশিম খেয়ে যান গজরাজকে রাস্তা থেকে হটাতে। মঙ্গলবার দুপুরে ডুয়ার্সের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য (Elephants seen at Gairkata Nathua highway in Dooars)। শান্তনু দাস নামে এক ব্যক্তির স্কুটির সামনে আচমকাই চলে আসে একটি দাঁতাল। বেগতিক পরিস্থিতিতে স্কুটি থেকে পড়ে যান তিনি ৷ এরপরই তিনি দেখতে পান একটি নয়, একদল হাতি সেখানে দাঁড়িয়ে রয়েছে। তিনি ফোন করেন মোরাঘাট রেঞ্জ অফিসে। বনকর্মীরা এসে হাতির দলটিকে জঙ্গল ফেরত পাঠাতে সক্ষম হয় ৷

ABOUT THE AUTHOR

...view details