পশ্চিমবঙ্গ

west bengal

Crocodile Rescued: গৃহস্থের পুকুর থেকে উদ্ধার 8 ফুট লম্বা কুমির!

By

Published : Oct 16, 2022, 3:58 PM IST

গৃহস্থের পুকুরে 8 ফুট লম্বা কুমির! যার জেরে চাঞ্চল্য রায়দিঘির কনকনদিঘির মুক্তারঘেরীতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার পুকুরে একটি 8 ফুট লম্বা কুমির দেখতে পাওয়া যায় (Crocodile Rescued from a Pond)। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। বনদফতরকে খবর দেওয়া হলে রায়দিঘি রেঞ্জের বনদফতরের আধিকারিক শুভায়ু সাহার তৎপরতায় কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হন বনদফতরের কর্মীরা। বনদফতরের (Forest Department) প্রাথমিক অনুমান, নদী থেকেই কুমিরটি কোনওভাবে পুকুরে ঢুকে পড়েছে। পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করার পর ফের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় বনদফতরের পক্ষ থেকে।

ABOUT THE AUTHOR

...view details