পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2022: অসুর বৃষ্টির দাপটে ম্রিয়মাণ উৎসব

By

Published : Oct 2, 2022, 6:05 PM IST

মুহূর্তের মধ্যে যেন বদলে গেল ছবিটা। সকালে রৌদ্রজ্জ্বল পরিবেশে দেবীর আবাহন (Durga Puja 2022) বঙ্গবাসীর মুখের হাসি চওড়া করেছিল। কিন্তু শেষমেশ আবহাওয়া দফতরের আগাম সর্তকতা সত্যি বলে প্রমাণিত হল। আর কালো মেঘ দেখে শঙ্কিত হয়ে ওঠা বঙ্গবাসী সপ্তমীর বেলা গড়াতেই দেখল মুষলধারে বৃষ্টি। সবমিলিয়ে পুজোয় বৃষ্টি যেন অসুরের ভূমিকায়। মহিষাসুরমর্দ্দিনীর পুজোতে হঠাৎ করেই চারদিক কালো মেঘ তারপর আকাশ ভাঙা বৃষ্টি। বৃষ্টিতে উৎসবের আনন্দ মাটি হয়ে গেল (Puja Celebration Washes Out Due to Rain)। বিগত দু'বছর কোভিডের দাপটের কাছে মাথা নত করেছিল বাঙালি। আর এবার বৃষ্টি যেন মহিষাসুরের ভূমিকায়। তাই আবালবৃদ্ধবনিতা মৃন্ময়ীর কাছে প্রার্থনারত কালো মেঘ কাটিয়ে ফুটুক আলো। উদ্ভাসিত হয়ে উঠুক বঙ্গভূমি ।

ABOUT THE AUTHOR

...view details