পশ্চিমবঙ্গ

west bengal

Cooch Behar Changrabandha Border: চ্যাংরাবান্ধায় শ্রমিকদের থেকে নেওয়া কাটমানির প্রতিবাদে সরব বিজেপি

By

Published : Jul 8, 2022, 10:11 PM IST

কোচবিহারের চ্যাংরাবান্ধা বাণিজ্যকেন্দ্র শ্রমিকদের কাছ থেকে নিচ্ছে কাটমানি, বিজেপি করলে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব বিজেপি (Agitation by BJP in Cooch Behar Changrabandha Border)৷ পালটা অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূলের ৷ এ কারণে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিজেপির তরফে প্রতিবাদ সভা এবং মিছিল করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়-সহ অন্যান্য নেতৃত্বরা এবং কর্মী-সমর্থকরা ৷ পাশাপাশি এদিন বিজেপির পথসভা এবং মিছিল শেষে প্রায় 200টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে ৷ এমনটাই দাবি করেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ৷

ABOUT THE AUTHOR

...view details