পশ্চিমবঙ্গ

west bengal

Sex Racket: পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল দেহব্যবসা, পুলিশের হানায় গ্রেফতার 5

By

Published : Aug 5, 2022, 9:02 PM IST

সামনে বিউটি পার্লার আর পিছনে চলত দেহব্যবসা। পুলিশের নজর এড়িয়ে বিউটি পার্লারের আড়ালেই রমরমিয়ে চলত দেহব্যবসা। ঘটনায় গ্রেফতার চার মহিলা-সহ মোট পাঁচজন (5 Arrest for Allegation of Sex Racket)। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার বিকেলে বারুইপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বিউটি পার্লারে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। ভিতরে ঢুকে পুলিশের চক্ষু চড়কগাছ ! পার্লারের ভিতরেই ছোট্ট একটি কেবিনে চলছে দেহব্যবসা। সেই কেবিন থেকেই বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু যৌন মিলনের কাজে ব্যবহৃত জিনিসপত্র ও সুরার বোতল। পুলিশ ওই পার্লারের মালকিন, ম্যানেজার-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।

TAGGED:

Sex Racket

ABOUT THE AUTHOR

...view details