পশ্চিমবঙ্গ

west bengal

কাজ না করায় অঞ্চল সভাপতিদের ধমক রবীন্দ্রনাথের

By

Published : Mar 4, 2021, 8:04 PM IST

Updated : Mar 4, 2021, 8:31 PM IST

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও অঞ্চল নেতারা ঠিকঠাক কাজ করছেন না । বুথ কমিটি গড়ছেন না । মানুষের পাশে দাঁড়াচ্ছেন না । তাই একাধিক অঞ্চল নেতৃত্বকে ধমক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । আজ সকালে বাড়ির সামনে দলীয় নেতাদের নিস্ক্রিয়তা নিয়ে বকাঝকা করেন তিনি । অঞ্চল নেতাদের প্রশ্ন করেন, "এখনও কেন বুথ মিটিং হয়নি, কেন বুথ কমিটি এখনও সক্রিয় নয় ?" পাশাপাশি তিনি আরও বলেন, "যখন পঞ্চায়েত নির্বাচন আসে তখন বালিশের নীচ থেকে লিস্ট বের করে অঞ্চল নেতারা ৷ আর সারাবছর এরা কোনও কাজ করে না । মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায় না । " কড়া ভাষায় চিলাখানা-2 অঞ্চল সভাপতি কমলেশ্বর বর্মন, চিলাখানা-1 অঞ্চল সভাপতি হরেন পাল সহ একাধিক অঞ্চল সভাপতিকে ধমক দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।
Last Updated :Mar 4, 2021, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details