পশ্চিমবঙ্গ

west bengal

ফলপ্রকাশের পর অশান্ত পানাগড়, পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ

By

Published : May 3, 2021, 1:18 PM IST

তৃণমূল জেতার পরেই কাঁকসার পানাগড়ে তৃণমূলের বাইক বাহিনীর দাপট ৷ ফলাফল ঘোষণা হতেই এলাকায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ রাতে বিজেপি কর্মীদের বাড়িতে পাথর ছোড়া থেকে শুরু করে, দরজায় ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পানাগড়ের শেখ পাড়ায় একটি বাড়ি থেকে 4 জনকে আটক করে ৷ তবে, এই ঘটনায় পুলিশ ও বাহিনীর বিরুদ্ধে ওই পরিবারের মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে ৷ কয়েকজনের মাথায় ও হাতে গুরুতর চোট লেগেছে বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details