পশ্চিমবঙ্গ

west bengal

কোচবিহার জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

By

Published : Oct 2, 2020, 6:15 PM IST

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূলের কোচবিহার জেলা কমিটি ও পূর্ণাঙ্গ ব্লক কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হল । আজ দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই তালিকা প্রকাশ করেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। নতুন এই তালিকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বহু অনুগামী জায়গা পাননি বলে অভিযোগ । সেখানে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায় অনুগামীদের নাম রয়েছে । বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ থাকলেও এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি তৃণমূলের নেতারা। যদিও পার্থবাবু বলেন, "নতুন পুরানো সবাই মিলে একটি দল হিসাবে কাজ করব ।" পাশাপাশি কোচবিহারে তৃণমূল যুবর জেলা কমিটি ও ব্লক কমিটির কর্মকর্তাদের নামও ঘোষণা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details