পশ্চিমবঙ্গ

west bengal

অটলজি দরজা খুলে না দিলে মাননীয়ার পার্টির ঘাস উপড়ে যেত : শুভেন্দু

By

Published : Jan 4, 2021, 6:40 PM IST

"বিজেপিতে যাওয়ায় আমাকে বলা হচ্ছে মীরজ়াফর, বিভীষণ । আমি নাকি গডসে পার্টিতে নাম লিখিয়েছি ৷ আমি বলতে চাই, 2001 সালে সেদিন ওই গডসের পার্টির ভারতরত্ন অটলজি যদি মাননীয়াকে দরজা না খুলে দিত তাহলে পার্টির ঘাসফুল কবে উপড়ে যেত ।" ছোটো আঙারিয়া দিবসে গড়বেতায় জনসভা করতে এসে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

ABOUT THE AUTHOR

...view details