পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে পৌরসভার নয়া উদ্যোগ

By

Published : Jul 25, 2020, 5:03 AM IST

বইয়ে বা টিভিতে দেখা সেই রাজরাজাদের আমলের সেই দৃশ্য মনে পড়ে গেল ৷ একটি সময় ছিল যখন রাজা বা রাজ পরিবারের তরফে গ্রামবাসীদের জন্য কোনও ঘোষণা করার হলে পাড়া গ্রামের মোড়ে মোড়ে এক বা দুই জন ব্যক্তি ঢেঁড়া পিটিয়ে সেই ঘোষণা করতেন ৷ এবার ঠিক যেন সেই দৃশ্যর দেখা মিলল রায়গঞ্জের কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় ৷ এলাকার মানুষদের কোরোনা নিয়ে সচেতন করতে এবার ঢাকির সাহায্য নিল পৌরসভা ৷

ABOUT THE AUTHOR

...view details