পশ্চিমবঙ্গ

west bengal

"দুয়ারে সরকার" কর্মসূচিতে জনসংযোগ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

By

Published : Dec 22, 2020, 4:19 PM IST

দুয়ারে সরকার কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিদিনই তাঁর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেসব শিবিরগুলো হচ্ছে, সেই শিবিরগুলোতে যাচ্ছেন মন্ত্রী। কথা বলছেন বাসিন্দাদের সঙ্গে। স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে খাদ্যসাথী কিংবা রূপশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে বাসিন্দাদের কোনও সমস্যা হচ্ছে কি না সে নিয়ে খোঁজ নিচ্ছেন। তাঁর এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "গত 10 বছরে রবিবাবু নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এলাকার কোনও উন্নয়ন করেননি। কাজেই এখন আর মানুষের সঙ্গে জনসংযোগ করে লাভ হবে না।"

ABOUT THE AUTHOR

...view details