পশ্চিমবঙ্গ

west bengal

Puja Parikrama: স্থানীয় হস্তশিল্পীদের কারুকার্যে সেজে উঠেছে ময়নাগুড়ির বিবেকানন্দ ক্লাবের দুর্গামণ্ডপ

By

Published : Oct 12, 2021, 8:07 PM IST

()
জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম বিবেকানন্দ ক্লাবের পুজো ৷ এবার 50তম বর্ষে পড়ল আনন্দনগর বিবেকানন্দ ক্লাবের দুর্গোৎসব ৷ কোভিড পরিস্থিতিতে অনেকেরই কাজ নেই ৷ ফলে মণ্ডপ বানানো হয়েছে স্থানীয় শিল্পীদের দিয়ে ৷ হাতের কাজকেই গুরুত্ব দেওয়া হয়েছে মণ্ডপসজ্জায় ৷ পুতুল, বাঁশ, পাটি সহ হাতের তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য মণ্ডপ ৷ পুজোর আয়োজকদের তরফে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের জন্য হুইল চেয়ার এবং অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও রাখা হয়েছে মণ্ডপে ৷ পুজো মণ্ডপে বিভিন্ন সরকারি প্রকল্প ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা ৷

ABOUT THE AUTHOR

...view details