পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যপালকে লাইনজীবী ও বাবুলকে বুলবুল সুপ্রিয় বলে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

By

Published : Oct 8, 2020, 4:42 PM IST

Updated : Oct 8, 2020, 5:05 PM IST

বুধবার রাজ্যপাল প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন বাবুল সুপ্রিয় । বলেছিলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড় একজন বরিষ্ঠ আইনজীবী। তিনি তাঁর ক্ষমতা বুঝে সংবিধানের বাইরে কোনও কথা বলবেন না।" আজ আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি রাজ্যপালকে "লাইনজীবী" বলে কটাক্ষ করেন। পাশাপাশি বাবুল সুপ্রিয়কে বুলবুল পাখির সঙ্গে তুলনা করেন তিনি । বলেন, "রাজ্যপাল আইনজীবী এটা ঠিক। কিন্তু আইনজীবীর সঙ্গে সঙ্গে তিনি রাজ্যপাল হওয়ার জন্য লাইনজীবী । মোদির সঙ্গে লাইন করে এখানে টিকে আছেন । BJP ও সংঘ পরিবারের সঙ্গে লাইন করে এখানে টিকে আছেন সেটাও দেখতে হবে। উনি সবার সঙ্গে লাইনটা তৈরি করেছেন বলেই আমাদের সাংসদের এত প্রিয়।" পাশাপাশি বাবুল সুপ্রিয় সম্পর্কে কটাক্ষ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এক ধরনের পাখি আছে বুলবুল পাখি । সে যখন রেগে যায় তখন জোরে জোরে কথা বলে। বাবুল সুপ্রিয় সেরকম এখন জোরে জোরে কথা বলছেন। প্রতিটি অসত্য কথা । তাই বাবুল সুপ্রিয়কে আর বাবুল সুপ্রিয় না বলে বুলবুল সুপ্রিয় বলে ডাকা উচিত।"
Last Updated : Oct 8, 2020, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details