পশ্চিমবঙ্গ

west bengal

বিজেপিতে যোগ দিলেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার

By

Published : Dec 21, 2020, 6:52 PM IST

সোমবার দুর্গাপুরের পলাশডিহায় যোগদান মেলায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতা রাজীব শ্যাম ও বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার শঙ্খ বিশ্বাস ৷ যদিও একই সভায় বিজেপিতে যোগ দেওয়া রাজেশ ঝা, পার্থ চট্টোপাধ্যায়দের নিয়ে দলের মধ্যেই শোরগোল পড়ে গেছে। কারণ, রাজেশ, পার্থ-র নামে কয়লা চোরাকারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে ৷ বেশ কয়েকবার রাজেশ ঝা-কে এই কারণে জেলে যেতে হয় ৷ বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে তাঁদের সবাই বিজেপির পতাকা নেন ৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই যোগদানের আগে সাফাই দেন, "কে বা কারা যোগ দিচ্ছেন আমি জানি না।" অবশ্য অর্জুন সিং মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজু ঝা এখন হোটেল ব্যবসায়ী, কারখানার মালিক। তিনি বলেন, "তৃণমূলে থাকলে সুখ্যাত, বিজেপিতে যোগ দিলেই কুখ্যাত !"

ABOUT THE AUTHOR

...view details