পশ্চিমবঙ্গ

west bengal

"পাঁচবছর সুখ ভোগ করে অন্য জায়গায়", প্রবীরকে কটাক্ষ দিলীপ যাদবের

By

Published : Jan 31, 2021, 10:05 PM IST

পাঁচবছর সুখ ভোগ করে আরও পাওয়ার লোভে অন্য জায়গায় ৷ প্রবীর ঘোষালকে কটাক্ষ দিলীপ যাদবের ৷ তিনি আরও বলেন, "পাওয়ার ইচ্ছে থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে । কিন্তু ওখানে গিয়ে ডবল জ়িরো হয়ে আসতে হবে ।" রবিবার উত্তরপাড়া গণভবনে দলীয় বৈঠক শেষে হুগলির তৃণমূল জেলা সভাপতি বলেন, "আমাদের ওই বিধায়ক অন্য দলে যোগ দিলেও ওঁর সঙ্গে একজনও যায়নি । সবাই মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দল করবেন বলে জানিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details