পশ্চিমবঙ্গ

west bengal

Crocodile Rescued: ফলতায় জলাশয় থেকে উদ্ধার মিষ্টিজলের কুমির

By

Published : Sep 22, 2021, 11:09 PM IST

দক্ষিণ 24 পরগনার ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি জলাশয় থেকে উদ্ধার করা হল পূর্ণবয়স্ক একটি কুমির। বুধবার দুপুরে অর্থনৈতিক অঞ্চলের মধ্যে কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। এই প্রথম এলাকায় কুমির ঢুকে পড়ায় নিমেষের মধ্যে আতঙ্ক ছড়ায় এলাকায়। পরে বনকর্মীরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতরের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কুমিরটি নোনাজলের কুমির নয় ৷ এটি মিষ্টিজলের কুমির (মগর) প্রজাতির। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে 5 ফুট । হুগলি নদীর পাড় বরাবর দু'একটি জায়গায় এই ধরনের অল্প কিছু কুমির রয়েছে। আপাতত সুন্দরবনের ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে। সেখানেই কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ABOUT THE AUTHOR

...view details