পশ্চিমবঙ্গ

west bengal

Anubrata Mandal: সতীপীঠ কঙ্কালীতলায় মহাযজ্ঞ অনুব্রত'র

By

Published : Oct 28, 2021, 6:26 PM IST

সতীপীঠ কঙ্কালীতলায় মহাযজ্ঞ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সকাল থেকেই শুরু হয় এই যজ্ঞ ৷ প্রায় 1 কুইন্টাল 75 কেজি কাঠ ও 75 কেজি ঘি দিয়ে যজ্ঞ করা হয়। অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। প্রতি বছর একবার করে এই কঙ্কালীতলা মন্দিরে মহাযজ্ঞ করে থাকেন অনুব্রত মণ্ডল। এদিন সকাল থেকেই বোলপুরে সতীর 51 পীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরে মহাযজ্ঞ করেন অনুব্রত মণ্ডল। প্রথমে মূল মন্দিরে যজ্ঞ হয়। পরে মন্দির সংলগ্ন যে যজ্ঞস্থল নির্মাণ করা হয়েছে, সেখানে পায়েস রান্না করে শুরু হয় যজ্ঞ। কঙ্কালীতলা মন্দিরে প্রণাম করে মহাযজ্ঞতে অংশ নেন অনুব্রত মণ্ডল। যজ্ঞস্থলের পাশে পবিত্র কুণ্ডে চলে পূজা-অর্চনা। অনুব্রত মণ্ডল বলেন, "মায়ের কাছে আমি যা প্রার্থনা করি তাই মা আমাকে দেন। এবারও কিছু প্রার্থনা নিয়ে মহাযজ্ঞ করছি। কঙ্কালীতলা খুবই জাগ্রত।"

ABOUT THE AUTHOR

...view details