পশ্চিমবঙ্গ

west bengal

কোটি টাকার প্রতারণার অভিযোগে তিন দুষ্কৃতী গ্রেপ্তার

By

Published : Oct 17, 2019, 11:19 PM IST

কলকাতা থেকে কুড়ি কোটি টাকার প্রতারণার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার CID-র স্পেশাল টিমের ৷ আজ সন্ধেবেলায় গড়বেতা থানার কিয়াবনী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷ এদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ ৷ অভিযোগ, তারা কখনও নিজেদের সুপ্রিম কোর্টের PP, হাইকোর্টের PP আবার কখনও অ্যাডিশনাল SP পরিচয় দিয়ে বেশ কয়েকজনের থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details