পশ্চিমবঙ্গ

west bengal

RPF Dismantled Shops: অবৈধ দোকানের বিরুদ্ধে রেলের অভিযানকে ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

By

Published : Sep 5, 2022, 10:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

রেলের জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri) । সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখল করে থাকা বেশ কিছু দোকান উচ্ছেদ করে দেয় আরপিএফ । অস্থায়ী দোকানগুলিকে ভেঙে দেওয়া হয় (RPF dismantled several shops occupying railway land) । ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, তাঁরা প্রায় 30 বছরেরও বেশি সময় থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালের সামনে দোকান করে জীবনযাপন করছেন । কোনওরকম আগাম নির্দেশ ছাড়া এদিন উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ । যার ফলে তাঁরা সমস্যায় পড়েছেন । বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি তোলেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details