পশ্চিমবঙ্গ

west bengal

Durand Cup Final: লক্ষ্য এএফসি, তাই ডুরান্ড জিতেও উচ্ছ্বাসে রাজি নন সঞ্জীব গোয়েঙ্কা

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 10:59 PM IST

সঞ্জীব গোয়েঙ্কা

এখনই কোনও উৎসব নয় । আমাদের প্রধান লক্ষ্য এএফসি কাপ । ম্যাচ জয় সবসময়ই আনন্দের । সেখানে সেই জয় যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে পাওয়া যায়, তবে তা বাড়তি খুশির । যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরনোর আগে এই ভাষাতেই মোহনবাগানের জয় নিয়ে নিজের খুশি প্রকাশ করলেন দলে অন্যতম বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা । রবিবার 1-0 গোলে চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে সবুজ-মেরুন শিবির ৷

গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান নামের আগে থেকে এটিকে কথাটি সরিয়ে যুক্ত করা হয়েছিল সুপারজায়ান্ট শব্দটি । নতুন মরসুমে নয়া নামে খেলছে মোহনবাগান । এবং মোহনবাগান সুপারজায়ান্ট নামে খেলতে নেমে সাফল্য পাওয়ায় খুশি সুপার জায়ান্ট কর্ণধার । কোচ এবং ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন তিনি । একই সঙ্গে ফের জানিয়েছেন এএফসি কাপ তাঁদের পাখির চোখ । মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, "ইস্টবেঙ্গলকে ঘুম পাড়িয়ে দিলাম । ওদের হারানোর জন্য দশজনই যথেষ্ট । যারা সাংবাদিক সম্মেলনে করে ম্যাচের দিন তাদের ভগবান সপাটে চড় মেরেছে ।" রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মতে দুটো দলই ট্যাকটিক্যাল লড়াই করেছে। তবে খেলা ভালো হয়েছে। এই জয় বাংলার ফুটবলের জয় ।

ABOUT THE AUTHOR

...view details