পশ্চিমবঙ্গ

west bengal

Barrackpore BJP: বিজেপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তপ্ত ব্যারাকপুর

By

Published : Mar 27, 2023, 8:39 PM IST

পুলিশের লাঠিচার্জ

বিভিন্ন পৌরসভায় নিয়োগ দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, সরকারি তহবিল তছরূপ, পৌরকর্মীদের বকেয়া বেতন ও পেনশন, পুকুর ভরাট ও বোমা, বন্দুকের শব্দ ও সীমাহীন প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে সোমবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে । এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে বাইরে থাকা বিজেপি কর্মী সমর্থকেরা হঠাৎই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে (Police Lathi Charged at BJP Rally)। সৃষ্টি হয় উত্তেজনার, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ । পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন চার বিজেপি সমর্থক । 3 জনকে আটক করে পুলিশ । এই ঘটনায় বিজেপি কর্মীদের অভিযোগ, একজন পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন । তার প্রতিবাদ করলে পুলিশ উলটে তাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ শুরু করে । বিজেপির সাংগঠনিক সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কর্মসূচি অনুযায়ী মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম । সেখানে বারবার ফোন আসে পুলিশের অতিসক্রিয়তার । আমরা আজকের ঘটনা সম্বন্ধে বিস্তারিত জেনে পদক্ষেপ নেব ৷"

ABOUT THE AUTHOR

...view details