পশ্চিমবঙ্গ

west bengal

বর্ষবরণে পর্যটকদের উপছে পড়া ভিড় সৈকত শহরে

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:56 PM IST

নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্রসৈকতে জনজোয়ার

Digha New Year Celebration: পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা ৷ সকাল থেকেই পিকনিক মুডে আমজনতা ৷ বর্ষ বিদায় ও বর্ষবরণের জন্য সেজে উঠছে দিঘা। প্রতি বছরের মতো এই বছরেও সমুদ্র সৈকতে লক্ষাধিক মানুষের ভিড় দেখা গিয়েছে ৷ পাশাপাশি বছরের শেষ সূর্যাস্ত দেখতেও বহু পর্যটক ভিড় জমান দিঘার সমুদ্র বিচে। দিঘায় অত্যাধিক ভিড়ের কারনে প্রশাসনের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। সমুদ্র স্নানে যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটে, তার জন্য বাড়তি পুলিশ নুলিয়া মোতায়েন করা হয়। অপরদিকে সন্ধ্যা নামতেই বিচে নতুন বছর উদযাপনে সাজসাজ রব ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বছরের শেষ দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মেতেছেন পর্যটকরা। জেলা ছাড়িয়ে শহর, এমনকী, দেশ-বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায়। নতুন রূপে, নতুন সাজে দিঘার সৌন্দর্য মন মাতিয়েছে সকলের ৷ দিঘার সি-বিচের পাশাপাশি বিভিন্ন পার্ক, সাইন্স সিটি, অ্যাকুয়ারিয়ামগুলোতে ভিড় চোখে পড়ার মত। পিকনিক স্পট গুলোতে রান্নার আয়োজনের সঙ্গে চলে আনন্দ হুল্লোড় ৷ সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই 2024 সালকে স্বাগত জানাতে তৈরি সমুদ্র সৈকতে উপস্থিত থাকা পর্যটকরা ৷

ABOUT THE AUTHOR

...view details