পশ্চিমবঙ্গ

west bengal

Minor Girl Died: পুতুল খেলার সময় জ্বলন্ত উনুনে ঝলসে মৃত্যু নাবালিকার

By

Published : Jan 6, 2023, 8:26 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

মর্মান্তিক ঘটনার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অণ্ডাল থানার উখড়া ডাঙালপাড়া এলাকা । খেলতে খেলতে জ্বলন্ত উননে পড়ে মৃত্যু হল ল বছছর সাতেকের নাবালিকার। জানা গিয়েছে কবিতা রুইদাস নামে ওই নাবালিকা প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ঘুম থেকে উঠে পুতুল নিয়ে বাড়ির উঠানে খেলছিল ৷ এদিন বাড়িতে কেউ ছিল না ৷ খেলতে খেলতে জ্বলন্ত কয়লার উনুনের সামনে চলে এসেছিল কবিতা ৷ সেই সময় আচমকা তার সোয়েটারের মধ্যে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই তার ঠাকুমা এসে দেখে নাতনির শরীর পুরো ঝলসে গিয়েছে। তড়িঘড়ি তাকে স্থানীয় উখড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা কবিতাকে মৃত বলে ঘোষণা করেন (Minor Girl Died Due to Fire)।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details