পশ্চিমবঙ্গ

west bengal

Jhulan Goswami: রোহিতের হাতে বিশ্বকাপ দেখতে চান ঝুলন, দল বাছাইও সঠিক হয়েছে; মত কিংবদন্তির

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 7:43 AM IST

রোহিতের হাতে বিশ্বকাপ দেখতে চান ঝুলন

রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখার আশায় ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা ক্রিকেটের এই কিংবদন্তি জানিয়েছেন, নির্বাচকরা ভারসাম্য বজায় রেখেই বিশ্বকাপের দল গড়েছেন। অলরাউন্ড দক্ষতার কথা মাথায় রেখে দল বাছা হয়েছে। তাঁর মতে, অন্য দল গুলোর শেষ তিনজন ক্রিকেটারও প্রয়োজনে ব্যাট করতে পারেন। সেই ভাবনা থেকে দল গড়া হয়েছে। 

যুজবেন্দ্র চাহালকে দলে না-রাখা নিয়ে বিতর্ক অব্যাহত। এ নিয়ে ঝুলন বলছেন, "ভারতের স্পিন বিভাগে বৈচিত্র্য যথেষ্ট।" পাশাপাশি শার্দূল ঠাকুর এবং কেএল রাহুলকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ঝুলন বলেছেন, "যাঁদের নিয়ে প্রশ্ন উঠছে তাঁদের অতীত রেকর্ড দেখা উচিত। কারণ গুণমানে তাঁরা পিছিয়ে নেই।" সবমিলিয়ে তাঁর আশা, রোহিত শর্মার হাতেই কাপ উঠবে। পাশাপাশি, সেমিফাইনালে কোন কোন দল উঠবে তার তালিকাও করে রেখেছেন ঝুলন। 

উল্লেখ্য, 2011 সালে শেষবার ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এবারও ভালো কিছুর প্রত্যাশায় মেয়েদের ক্রিকেটের অন্যতম সেরা জোরে বোলার। ঝুলন বলেন, "আমার মনে হয় ভারত ভালো খেলবে। চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে । আমাদের মনে করতে হবে যে 15 জনকে বাছা হয়েছে তাঁরাই সেরা। লম্বা মরশুম ছিল। আইপিএল খেলতে হয়েছে। চড়াই-উতরাই থাকবেই।" 

ABOUT THE AUTHOR

...view details