পশ্চিমবঙ্গ

west bengal

Fisherman Missing: মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী, গভীর সমুদ্রে তল্লাশি

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 12:40 PM IST

মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী

মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবী। তাঁর নাম হরি দাস ৷ মাছ ধরার সময় তিনি হঠাৎই ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। তাঁরা চেষ্টা করলেও ওই মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেননি। সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যান হরি। গত সোমবার এফবি স্বর্ণদ্বীপ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য মৎস্যজীবীদের নিয়ে বঙ্গোপসাগরের রওনা দেয়। মৎস্যজীবীদের সেই দলেই ছিলেন হরি দাস। 

কাকদ্বীপের মৎস্যজীবী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন এফবি স্বর্ণদ্বীপ ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা। তাঁরা ওই মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি বলে ওই ট্রলারের বাকি মৎস্যজীবীদের দাবি। সেই খবর পেয়ে শনিবার আরও ট্রলার পাঠানো হয়েছে ঘটনাস্থলের দিকে। ওই মৎস্যজীবীর সন্ধানে মাঝ সমুদ্রে চলছে তল্লাশি অভিযান। 

এদিকে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তল্লাশি অভিযান বারে বারে ব্যাহত হচ্ছে। আজ, রবিবারও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে। কাকদ্বীপের মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি সতিনাথ পাত্র জানান, পুরো ঘটনার দিকে নজর রেখেছেন তাঁরা। নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে‌। স্বভাবতই এই ঘটনার পর থেকে দুশ্চিন্তায় ভুগছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবার। 

ABOUT THE AUTHOR

...view details