পশ্চিমবঙ্গ

west bengal

Fire at Liluah: ভোররাতের আগুনে ভস্মীভূত 10-12টি দোকান, চাঞ্চল্য ভট্টনগর বাজারে

By

Published : Mar 2, 2023, 10:31 AM IST

ভট্টবাজারে আগুন

আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় 30টি দোকান । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া এলাকার ভট্টনগর সিংহ বাজার এলাকায় (Bhattanagar Bazaar)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন । দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ৷ যদিও দমকল সূত্রে জানা গিয়েছে, 10-12টি দোকান আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে । এছাড়াও বাজারে আরও বহু দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷ তবে কোথা থেকে কীভাবে আগুন লাগল তার প্রকৃত কারণ এখনও জানা না লেগেও প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই ঘটনা (Howrah News)। 
 

এই বিষয়ে ভট্টনগর বাজারের সবজি বিক্রেতা জগদীশ জানান, ভোর রাতে তিনি ঘুমিয়ে থাকাকালীন হঠাৎ এক মহিলা দৌড়ে এসে তাঁকে আগুন লাগার ঘটনা জানায় । এরপর আগুন নেভাতে বাড়ি থেকে জল ঢালার কাজ শুরু করেন তাঁরা । এই বাজারে সবজি, মাছ, ফুল সবকিছুই বসে । ঘটনায় কেউ আহত হয়নি । যদিও কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলতে পারেননি তিনি । বাজারের মধ্যে 20-20টি দোকান রয়েছে বলেই জানান তিনি । 
ঘটনাস্থলে উপস্থিত হাওড়া দমকলের আধিকারিক সুব্রত ভট্টাচার্য জানান, দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । 10-12টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷ যদিও কোনও হতাহতের খবর নেই । এছাড়াও পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ।  

ABOUT THE AUTHOR

...view details