পশ্চিমবঙ্গ

west bengal

Toy Train Service: মঙ্গলবার পর্যন্ত বন্ধ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

By

Published : Sep 3, 2022, 10:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং সরাসরি টয় ট্রেন পরিষেবা 6 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে (Darjeeling Toy Train services suspended) ৷ 31 অগস্ট রাতে তিন্ধারিয়া অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় । যার ফলে পাহাড়ের একটি বড় অংশে কাদা এবং পাথরের ভূমিধস নেমেছে । যে কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ জানা গিয়েছে, রেলের আধিকারিকদের একটি দল সাইটগুলি পরিদর্শন করেছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন । একইসঙ্গে রেললাইনে জমে থাকা ভূমিধস-ভগ্নস্তূপ সরানোর কাজ চালছে । আন্যদিকে, উৎসবের মরসুম সামনে ফলে টয় ট্রেন চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন পর্যটক ও ট্যুর অপারেটররা ।
Last Updated :Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details