পশ্চিমবঙ্গ

west bengal

Duttapukur Blast: ফের দত্তপুকুরে ছিন্নভিন্ন দেহ উদ্ধার! মৃত বেড়ে 9, ফাঁসানো হয়েছে সফিকুলকে; দাবি পরিবারের

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 12:33 PM IST

ফের দত্তপুকুরে ছিন্নভিন্ন দেহ উদ্ধার

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে অন‍্যতম অভিযুক্ত সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত মূল অভিযুক্ত কেরামত আলির সঙ্গে পার্টনারশিপে বাজির ব্যবসা চালাতেন সফিকুল। সফিকুল ইসলালের স্ত্রী সাহানারা বিবি বলেন, "রবিবার বিকালে আমার স্বামীকে একজন ফোন করে। স্বামী বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই তাকে গ্রেফতার করে। এই ধরনের কাজের সঙ্গে আমার স্বামী জড়িত নয় ৷ কেরামতের সঙ্গে পাড়ার লোক হিসাবে কথাবার্তা হত। বাজি কারবারের যে অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হল পুরোটাই চক্রান্ত ।"

ধৃতের দাদা বাবলু ইসলাম বলেন, "আমার ভাই তৃণমূল করত। ওই দলের সঙ্গে যোগাযোগ ছিল। এই ঘটনায় ভাইয়ের কোনও সম্পর্ক নেই। ভাইকে ফাঁসানো হল। পুলিশ সূত্রে খবর,আজ আদালতে পেশ করা হতে পারে তাকে। এর পাশাপাশি সোমবার দত্তপুকুরে ছিন্নবিন্ন দেহ উদ্ধার হল। বিস্ফোরণস্থলের পিছনে একটি পুকুরে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁর মাথা ফাটা, কোমরের থেকে পায়ের কোনও চিহ্ন নেই। এই নিয়ে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 9। অন্যদিকে, এখনও পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 286, 304, 308, 34 ও বিস্ফোরক আইনের 9-এর বি ধারা এবং দমকল আইনের 24/26 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷  

ABOUT THE AUTHOR

...view details