পশ্চিমবঙ্গ

west bengal

Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় শিলিগুড়িতে যজ্ঞের আয়োজন

By

Published : Sep 17, 2022, 6:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (Narendra Modi Birthday) দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন করল বিজেপি । শনিবার বিশ্বকর্মা পূজোর দিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার তিন নম্বর মণ্ডলের তরফে পঞ্জাবিপাড়ার শিব মন্দিরে ওই যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা বিজেপির সহ-সভাপতি নান্টু পাল ও অন্যান্যরা । যজ্ঞের মাধ্যমে ভগবানের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর শারিরীক সুস্থতা কামনা করা হয় (BJP organises Yajna in Siliguri to wish long life of PM) ।
Last Updated :Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details