পশ্চিমবঙ্গ

west bengal

Dance Dance Junior: শেষের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি', আবেগঘন ক্যাপ্টেন থেকে প্রতিযোগীরা

By

Published : Dec 24, 2022, 3:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

শেষের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র সফর (Dance Dance Junior Grand Finale)। 31 ডিসেম্বর এবং নতুন বছরের শুরুর দিন, টানা দু'দিন সম্প্রচারিত হবে এবারের গ্র‍্যান্ড ফিনালে। মোট ছ'জন প্রতিযোগীকে নিয়ে জমে উঠবে অন্তিমপর্বের লড়াই। ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন যীশু সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তা ছাড়া বিচারকের আসনে তো থাকবেনই দেব, রুক্মিনী মৈত্র এবং মনামী ঘোষ । ক্যাপ্টেনের আসনে দীপান্বিতা রক্ষিত, তৃণা সাহা এবং অভিষেক বসু । জার্নি শেষের প্রাক্কালে কী বললেন ক্যাপ্টেন তৃণা সাহা, শো-এর প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রতিযোগীরা(Trina And Others on Dance dance junior)?
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details