পশ্চিমবঙ্গ

west bengal

Chorki Press Meet: এবার থেকে সহজ উপায়ে ভারতে ঘুরবে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 1:36 PM IST

ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'র সাংবাদিক সম্মেলন

ওপারে দাপিয়ে এবার এপারে পাড়ি এলো ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'। এপার বাংলার অন্যান্য সব ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে টক্করে টক্করে লড়বে বাংলাদেশের প্রথম সারির এই ওটিটি। তবে, লড়াইয়ের কথা মানতে নারাজ দুই পারের ইন্ডাস্ট্রির মানুষজন। তাঁদের মতে, আখেরে লাভ বাংলা ভাষার। কাজগুলো হবে একই ভাষাতে। 'চরকি'র জন্য দুই বাংলাতেই তৈরি হবে নানা ধরনের কনটেন্ট। সবমিলিয়ে এই মুহূর্তে তৈরি 53টি কনটেন্ট। থাকছে ডাবিং করা কিছু বিদেশি ছবিও। 

এখানেই শেষ নয়, থাকবে স্বর্ণযুগের বেশ কিছু ছবি। যেমন 'সোনার কেল্লা', 'পথের পাঁচালি'র মতো একগুচ্ছ মাস্টার পিস। এই বাংলার বুকে 'চরকি'র জন্য বছরে তৈরি হবে 30টি অরিজিনালস। 2021 সাল থেকে 'চরকি'র পথ চলা শুরু। এখন 194টি দেশ 'চরকি' দেখে। কিন্তু লোকাল কারেন্সিতে কেউ টাকা দিতে পারছিলেন না। টাকা দিতে হচ্ছিল ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডে। এবার সেই পদ্ধতিও আর রইল না। 

এখন থেকে লোকাল কারেন্সিতেই দেওয়া যাবে 'চরকি'র কিস্তি। তাই 'চরকি' আজ থেকে সকলের জন্য সহজলভ্য। 'চরকি'র আগমনে খুশি 'হইচই'য়ের শ্রীকান্ত মোহতা থেকে টলিউডের অন্যান্য মহারথীরাও। এদিন 'চরকি'র সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পরিচালক অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ফারুকি, অভিনেতা চঞ্চল চৌধুরী, সৌরভ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ অনান্য তারকারা ৷ 

ABOUT THE AUTHOR

...view details