পশ্চিমবঙ্গ

west bengal

Dev's New Movie Bagha Jatin: সেলফি তোলা হয়নি দেবের সঙ্গে! কেঁদে ভাসালেন তরুণী

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 8:23 AM IST

গানের লাইভ প্রমোশনে কেঁদে ভাসালেন তরুণী

'শিরায় শিরায় রক্ত আমরা দেবের ভক্ত'... ৷ এতদিন এই স্লোগান ছিল সুপারস্টার দেবের ভক্তদের। আর দেশপ্রেমী, বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নতুন ছবি 'বাঘা যতীন' তৈরির খবর পেয়ে ভক্তদের স্লোগান পালটে হয়ে গিয়েছে 'শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবের চরম ভক্ত।' দেব অভিনীত 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার' মুুক্তি পেয়েছে শনিবার ৷ অনুরাগীদের চমক দিতে এদিন অন্যরকমভাবে হয়েছে গানের লাইভ প্রোমোশন ৷ 

জায়গা ছিল পাটুলির ফুডপাথ। ব্যস্ততম পাটুলির রাস্তায় মঞ্চ বেঁধে এদিন গানে গানে ধরা দিলেন 'বাঘা যতীন' ছবির কুশিলবরা ৷ হাজির ছিলেন দেব, রূপম ইসলাম, পরিচালক অরুণ রায়, আলেকজান্দ্রা টেইলর, সামিউল আলম, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, সৃজা দত্ত থেকে শুরু করে অন্যরা। সেখানে দেবের বহু ভক্তের সমাগমও হয়। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন সুপারস্টার। 

ভক্তরা সামনে এসে দাঁড়ালে দেব সেলফি তোলেন তাঁদের সঙ্গে। কিন্তু পছন্দের নায়ক, ভালোবাসার নায়ক দেবের সঙ্গে সেলফি না-তুলতে পেরে কেঁদে ভাসালেন এক ভক্ত। কবে আবার এভাবে দেখা হবে দেবের সঙ্গে? প্রশ্ন তরুণীর। অন্যদিকে, পছন্দের অভিনেতার সঙ্গে সেলফি তুলে নিজেদের ধন্য মনে করছেন অন্য একদল তরুণী। সবটাই ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায়। 

ABOUT THE AUTHOR

...view details