পশ্চিমবঙ্গ

west bengal

New year celebration in South 24 Parganas : বর্ষবরণে ভিড় দক্ষিণ 24 পরগনায়, কড়া নজরদারি পুলিশ, পৌরপ্রশাসনের

By

Published : Jan 1, 2022, 2:34 PM IST

বছরের প্রথম দিন ৷ সব ভুলে উৎসবের মেজাজে মানুষ । দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, বকখালি, মৌসুনি দ্বীপে নেমেছে মানুষের ঢল ৷ এদিকে দেশ তথা রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ওমিক্রনও ৷ তাই প্রথম দিন থেকেই কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন, স্থানীয় পৌর কর্তৃপক্ষ ৷ ডায়মন্ড হারবারের পুরোনো কেল্লার মাঠে চোখে পড়ল পিকনিকের দৃশ্য । সেখানে সবাইকে করোনাবিধিনিষেধ মেনে চলার আবেদন করছেন পুলিশ, পৌরকর্মীরা ৷ এমনকি বিলি করা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার ৷ (Tourist gathering in South 24 Parganas tourist spots amidst surging Corona infection)

ABOUT THE AUTHOR

...view details