পশ্চিমবঙ্গ

west bengal

Arms Recover From Samserganj : সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 3

By

Published : Mar 31, 2022, 2:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত বাবুপুর এলাকায় একটি বাগান থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ (Arms Recover From Samserganj) । গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ-সহ 18 পিস বোমা উদ্ধার করে তাদের কাছ থেকে । ধৃত ব্যক্তিদের নাম গোলাপ শেখ (55), রোফজুল শেখ (30) ও মফিজুদ্দিন শেখ (35)। তারা প্রত্যেকে সামশেরগঞ্জের বাসিন্দা ৷ ধৃত তিনজনকে বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে । এই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
Last Updated :Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details