পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja 2022: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার রায়গঞ্জে

By

Published : Oct 2, 2022, 2:14 PM IST

Updated : Oct 2, 2022, 5:02 PM IST

Durga Puja 2022
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার রায়গঞ্জে ()

শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব ৷ রাজ্যবাসী মেতে উঠেছেন শারদোৎসবে (Durga Puja 2022) ৷ ষষ্ঠী থেকেই ঢল নেমেছে ৷ রায়গঞ্জের অন্যতম সেরা দুর্গোৎসব কিমিটি রবীন্দ্র ইন্সটিটিউশন-এর এবারে থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল ৷

রায়গঞ্জ, 2 অক্টোবর: দেশের অন্যতম ঐতিহাসিক স্থান কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবার রায়গঞ্জ শহরে(Durga Puja 2022)। রায়গঞ্জ শহরের অন্যতম সেরা দুর্গোৎসব কমিটি " রবীন্দ্র ইন্সটিটিউশন " কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আদলে পুজো মন্ডপ উপহার দিয়েছে ।

চলতি বছরে ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে রবীন্দ্র ইন্সটিটিউশনের পুজো। বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা। বাঁশ, কাঠ ও ভাটশোলা দিয়ে তৈরি হয়ছে ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ ৷ এই মণ্ডপটি নির্মাণ করেছেন নবদ্বীপের শিল্পীরা। পাশাপাশি থাকবে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা ৷ যা আলোকিত করে তুলেছে পুজো মণ্ডপ-সহ সমগ্র এলাকা।

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার রায়গঞ্জে

আরও পড়ুন: পুরীর সৈকতে দুর্গার মুখমণ্ডল গড়লেন বালুকা শিল্পী, মা সাজলেন 12 রকমের ফলে

রায়গঞ্জের কুমোরটুলি খ্যাত কাঞ্চনপল্লীর প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পালের তৈরি মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশা রবীন্দ্র ইনস্টিটিউশনের পুজো উদ্যোক্তাদের। এছড়াও দুর্গোৎসব উপলক্ষে পাঁচদিন ব্যাপী নানাধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা ৷ রায়গঞ্জের মানুষের কাছে রবীন্দ্র ইনস্টিটিউশনের অন্যতম আকর্ষণ হল পুজো উপলক্ষ্যে বসা মেলা ৷

Last Updated :Oct 2, 2022, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details