পশ্চিমবঙ্গ

west bengal

চাষের জমি নিয়ে শরিকি বিবাদ, সংঘর্ষে মৃত যুবক

By

Published : Sep 16, 2019, 9:16 PM IST

জমি নিয়ে বিবাদ ছিল অনেকদিনই ৷ গতকাল সেই বিবাদ পরিণত হয় সংঘর্ষে ৷ মৃত্যু হয় যুবকের ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন ৷

মৃত

কালিয়াগঞ্জ, 16 সেপ্টেম্বর : চাষের জমি নিয়ে প্রতিবেশী শরিকের সঙ্গে বিবাদ ৷ পরে সংঘর্ষ । যার জেরে মৃত্যু হল এক যুবকের ৷ নাম তোয়াবুর রহমান (26) ৷ জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন যুবক ৷ কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ফরিদপুর গ্রামের ঘটনা ৷

ফরিদপুর প্রাইমারি স্কুলের পাশে একটি চাষের জমি নিয়ে তোয়াবুরের সঙ্গে অনেকদিন ধরেই বিবাদ চলছিল প্রতিবেশী শরিক দলিল মিঞ্জার পরিবারের ৷ অভিযোগ, গতকাল রাতে ওই জমিতে একটি ঘর নির্মাণের কাজ শুরু করে দলিলের পরিবার ৷ সেই খবর পৌঁছানো মাত্রই নির্মাণের কাজে বাধা দেয় তোয়াবুরের পরিবার ৷ শুরু হয় বিবাদ ৷ তখনকার মতো স্থানীয়দের হস্তক্ষেপে বিবাদের মীমাংসা হয় ৷ কিন্তু অভিযোগ, মাঝরাতে তোয়াবুরের বাড়িতে ফের হামলা চালায় দলিল মিঞ্জার পরিবারের সদস্যরা ৷ তাদের বাধা দেয় তোয়াবুর ও পরিবারের সদস্যরা ৷ দু'পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷ সেইসময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় তোয়াবুর ৷ তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

ঘটনায় জখম হয় তোয়াবুরের তিন ভাই তৈয়ব আলি, আয়ুব আনসার ও সইদুর রহমান ৷ তাদের অবস্থা গুরুতর হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানে তৈয়ব ও আয়ুব চিকিৎসাধীন ৷ কিন্তু সইদুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো হয় পুলিশ পিকেট ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷

পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ মৃতের পরিবারের তরফে দলিল মিঞ্জা সহ 12 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে ৷ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷"

Intro:রায়গঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ- চাষের জমি দখল নিয়ে করে দুই শরিকি পরিবারের সংঘর্ষের ফলে মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম তোয়াবুর রহমান(২৬)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ফরিদপুর গ্রামে।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবারের আরো তিন জন ব্যক্তি।এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত হয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৈয়ব আলী,আয়ুব আনসার ও সইদুর রহমান।এরা সকলেই মৃতের দাদা।

পুলিশ সুত্র জানা গিয়েছে ফরিদপুর পাইমারি স্কুলের পাশে চাষের জমি নিয়ে বিবাদ চলছিল মৃত তয়াবুব ও পাশের বাড়ি দলিল মিঞ্জার পরিবারের মধ্যে।সেই বিবাদ রবিবার মাঝ রাতে সংঘর্ষের চেহারা নেয়।মৃত যুবকের পরিবারের দাবী মাঝ রাত পর্যন্ত ওই জমি নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া চলছিল।পরে তৈযুব আলির বাড়িতে হামলা চালায় তাদের শরিকি পরিবারের সদস্যরা।বাধা দিতে গিয়েই দুই পরিবারের মধ্যে চরম সংঘর্ষ বেধে যায়।সংর্ঘের সময় বুকে কোন ধারালো যাতীয় অস্ত্রের আঘাত পায় তয়াবুর।আহত হয় অন্যান তিন ভাই।সংঘর্ষে আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে তয়াবুরকে।অপর তিন জনের অবস্থা আসঙ্কা জনক থাকায় রাতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই রাতেই বিশাল পুলিশ বাহিনী জায় ফরিদপুর ঘটনা স্থালে। এলাকায় উত্তেজনা থাকায় একাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।মৃতের পরিবারের পক্ষ থেকে দলিল মিঞ্জা সমেত ১২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন,আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।Body:QjhConclusion:Ajh

ABOUT THE AUTHOR

...view details