পশ্চিমবঙ্গ

west bengal

Nishith Pramanik : শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে নিহত পড়ুয়াদের বাড়িতে নিশীথ প্রামাণিক

By

Published : Aug 27, 2021, 3:33 PM IST

Nishith Pramanik at Darivit on BJPs Shahid Samman Yatra in North Dinajpur
শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে নিহত পড়ুয়াদের বাড়িতে নিশীথ প্রামাণিক ()

শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে গুলিতে নিহত স্কুল পড়ুয়া তাপস বর্মন এবং রাজেশ সরকারের বাড়িতে গেলেন নিশীথ প্রামাণিক ৷ সেখানে নিহত দুই পড়ুয়ার সমাধিস্থলে শহিদ বেদী তৈরি করার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

রায়গঞ্জ, 27 অগস্ট : বিজেপির শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিন বছর আগে দাঁড়িভিটে স্কুলের সামনে অশান্তির ঘটনায় দুই স্কুল ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যে ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল ৷ আজ সেই রাজেশ সরকার এবং তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন নিশীথ প্রামাণিক ৷ সেখানে গিয়ে রাজেশ এবং তাপসের পরিবারকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিহত দুই পড়ুয়ার নামে শহিদ বেদী তৈরি করা হবে ৷

প্রসঙ্গত, 2018 সালে দাঁড়িভিটে স্কুলের গেটে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরে হামলা চালানো হয় ৷ এমনকি বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ ওঠে ৷ স্থানীয়দের অভিযোগ, সেই সময় পুলিশ ভিড়কে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি লেগেই তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যু হয় ৷ যদিও পরবর্তী সময়ে পুলিশি তদন্তে জানানো হয়, তাদের গুলিতে ওই দুই পড়ুয়ার মৃত্যু হয়নি ৷

আরও পড়ুন : North Bengal : জনগণের আবেগকে সমর্থন, পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে মত নিশীথ প্রামাণিকের

দাঁড়িভিটকাণ্ডের তদন্ত আজও চলছে ৷ সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট একটি মামলা চলছে ৷ যা নিয়ে আজ নিশীথ প্রামাণিক বলেন, ‘‘আমি আশা করছি মহামান্য আদালত সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেবে ৷ আমি চাই তাপস এবং রাজেশের খুনিদের সামনে আনা হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ৷’’ এ দিন কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন নিহত তাপস এবং রাজেশের পরিবার ৷ তাঁদের অভিযোগ, তাপস এবং রাজেশের সমাধিস্থলে শহিদ বেদী তৈরি করতে চেয়েছিল পরিবার ৷ কিন্তু, স্থানীয় তৃণমূলের নেতারা তা করতে দেয়নি ৷ এ নিয়ে নিশীথ প্রামাণিক জানান, তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই শহিদ বেদী তৈরি করাবেন ৷

আরও পড়ুন : Nisith Pramanik : রাজ্য সরকার বাধা দিলেও প্রত্যেক শহিদকে সম্মান জানাব, ঘোষণা নিশীথের

ABOUT THE AUTHOR

...view details