পশ্চিমবঙ্গ

west bengal

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম তিন মহিলা-সহ 9

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 10:53 PM IST

Land Dispute: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম নয় জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

Land Dispute News
জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম নয় জন

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম নয় জন

রায়গঞ্জ, 5 ডিসেম্বর:জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জখম তিন মহিলা-সহ নয় জন । তাদের মধ্যে ছ'জনের অবস্থা গুরুতর হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার মিশ্রিগছ এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার মিশ্রিগছ এলাকার 41 শতক জমির দখলকে কেন্দ্র করে এদিন দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । জমিরউদ্দীনের জমিতে স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহম্মদ মুসলিম তার পরিবারের সদস্য ও তার কিছু লোকজনদের নিয়ে ওই জমিতে চাষ করতে যায় । সেই সময় জমির উদ্দিন তাদেরকে বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।

ওই সংঘর্ষে দুই পক্ষের নয় জন গুরুতর ভাবে জখম হয় । তড়িঘড়ি তাদেরকে প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । জখমদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর ঘটনাস্থলে ছুটে আসেন চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী । জমির উদ্দিন জানিয়েছেন, মহম্মদ মুসলিমের তার কিছু লোকজন আমাদের পৈতৃক জমিতে হাল চাষ করতে যায় । তাদের বাঁধা দিতে গেলে লাঠি-তরোয়াল নিয়ে আমাদের উপর আক্রমণ করে ।

এই ঘটনায় আমাদের সাতজন যখন হয় তার মধ্যে ছয় জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ইসলামপুর হাসপাতালে রেফার করা হয় । অন্যদিকে স্থানীয় প্রাক্তণ পঞ্চায়েত সদস্য মমহম্মদ মুসলিম বলেন, 1997 সাল থেকে আমরা এই জমি কিনে নিয়ে ভোগ দখল করে আসছি এবং এর মধ্যে থেকে আট শতক জমি আইসিডিএস সেন্টার তৈরির জন্য সরকারকে দিয়েছি আজ হঠাৎ তারা দলবল বেধে এসে আমাদের উপর চড়া হয় এই ঘটনায় আমাদের তিনজন জখম হয়েছেন । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চোপড়া থানার পুলিশ । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় হাসপাতাল থেকে দু'জনকে আটক করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details