পশ্চিমবঙ্গ

west bengal

Chiranjeet Slams Hiran: 'ও অনেক কিছুই জানে, ওকে জিজ্ঞাসাবাদ করলেই সব জানা যাবে': হিরণকে পালটা চিরঞ্জিতের

By

Published : Mar 28, 2023, 10:38 PM IST

টলিউডের সঙ্গে দুর্নীতির প্রসঙ্গে হিরণকে পালটা কটাক্ষ করলেন চিরঞ্জিত ৷ নাম না করে হিরণকে একহাত নেন তিনি (North 24 Pargana News)৷

Etv Bharat
হিরণ ও চিরঞ্জিত

হিরণ প্রসঙ্গে চিরঞ্জিতের বক্তব্য

বারাসত, 28 মার্চ: নাম না-করে হিরণকে পালটা দিলেন চিরঞ্জিত (Chiranjeet Criticises bjp mla Hiran)৷ "মনে হচ্ছে ও অনেক কিছুই জানে । তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত ওকে ডেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা । তাহলেই কার কাছে কী আছে না আছে তা স্পষ্ট হয়ে যাবে ।" দুর্নীতি নিয়ে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবি প্রসঙ্গে এভাবেই তাঁকে পালটা কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক অনুষ্ঠানে এসে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক হিরণ । তিনি দাবি করেন, গরুপাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হকের থেকে 5 কোটি টাকা নিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ । দেব দুর্নীতিগ্রস্ত । শুধু দেবই নন, যুব তৃণমূলের রাজ‍্য সভানেত্রী সায়নী ঘোষও দুর্নীতির টাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায় । তিনি অভিযোগ করে আরও বলেন, "টলিউডের 99 শতাংশ অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজক-পরিচালক দুর্নীতিতে জড়িত । এদের মধ্যে কেউ কেউ আবার চুরির দায়ে জেলও খেটেছেন ।"

মঙ্গলবার উত্তর 24 পরগনার বামনগাছিতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হিরণের সাম্প্রতিক অভিযোগ নিয়ে মুখ খোলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । তিনি নাম না করে হিরণকে কটাক্ষ করে বলেন,"ওর (হিরণ) এমনিতেই কিছু নেই । বেচারা আর কী করবে ! যা পারছে তাই বলছে । ও বলেছে টলিউডের 99 শতাংশই নাকি দুর্নীতিগ্রস্ত । 1 শতাংশ বাদ রাখল কেন ? আমার ধারণা ওই 1 শতাংশের মধ্যে ও (হিরণ) নিজেও রয়েছে । ও যদি সিনেমা জগতের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে তো 99 শতাংশ দুর্নীতিগ্রস্তের মধ্যে ও নিজেও পড়ে । আসলে ও বলতে চাইছে টলিউডে একমাত্র ওই ক্লিন ! বাকি সবাই কালো ।"

এর পরক্ষণেই নাম না করে হিরণকে কটাক্ষ করে চিরঞ্জিত আরও বলেন,"কালিদাসের মতো যে গাছে বসে রয়েছে সেটাই ও কাটতে চাইছে । যা কখনই উচিত নয় । ছবি নির্মাতার জন্য আজকে ও হয়তো টাকা পাইনি । সেই কারণে অন্য লোকের ওপর দোষ চাপাচ্ছে । ও যেগুলো বলছে সেগুলো তো প্রমাণ করতে পারবে না । যদি প্রমাণ করতে পারে তাহলে কেন আদালতে যাচ্ছে না ? আদালতে গিয়ে বলুক কে এনামুলের টাকা নিয়েছে ! কে কী করেছে ! কে তিনটে ফ্ল্যাট নিয়েছে !যাক,গিয়ে বলুক এসব কথা । সবটাই তো প্রমাণের ওপর নির্ভর করবে ।"

তাহলে কি হিরণকে ডেকে ইডি,সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত ? কারণ ও-তো অনেক কিছুই জানে ৷ সেই প্রশ্নের উত্তরে চিরঞ্জিতের সোজাসাপটা জবাব,"আমার তো তাই মনে হচ্ছে । ও অনেক কিছুই জানে । কী কী আছে । কার কাছে আছে সবটাই ও ভালো বলতে পারবে ।"

আরও পড়ুন :এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব, দুর্নীতিতে জড়িত সায়নীও; বিস্ফোরক হিরণ

ABOUT THE AUTHOR

...view details