পশ্চিমবঙ্গ

west bengal

Sujan Slams Mamata : সবচেয়ে বড় তোলাবাজ নবান্নের মালকিন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের

By

Published : May 9, 2022, 7:38 AM IST

বারাসতের সভা থেকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Slams Mamata) ৷

north 24 pargana
মমতা ও সুজন

বারাসত, 9 মে : তোলাবাজি ও সিন্ডিকেট ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan chakraborty Criticises Mamata Banerjee)। রবিবার রাতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের এক সভায় যোগ দিতে বারাসতে আসেন তিনি । সেই সভামঞ্চ থেকেই মমতা ও অভিষেককে নিশানা করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতার চেয়ে বড় তোলাবাজ নেই এই বাংলাতে । তাঁর ভাইপোও কম যান না । ওনার আবার কয়লা, গরু ও বালি পাচার থেকে তোলা লাগবে ৷ আর সবচেয়ে বড় তোলাবাজ তো নবান্নের মালকিন ৷ তোলাবাজ যদি মাথায় বসে থাকে তাহলে রাজ্যের সর্বনাশ ।"

তোলাবাজ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন । টেনে এনেছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার বিষয়টিও । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর পরিবারের 35টি প্লট রয়েছে কালীঘাট চত্বরে । কীভাবে তা হল ? পাড়ার কাউন্সিলর, তৃণমূল নেতা তোলাবাজি করে তা সকলেই জানে । কিন্তু তাঁদের ঠাকুরদা, ঠাকুরমার মতো যিনি তোলাবাজি করেন, তিনি বসে আছেন নবান্নের 14 তলাতে । দশ বছরে রাজ্যের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিল । কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই মমতার বাহিনী রাজ্যের মাথা নিচু করে দিয়েছে । এখন বাংলার পরিচয় তোলাবাজি আর সিন্ডিকেট রাজ ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী
কয়লা এবং সোনা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের নাম জড়ানোয় এদিন সুজন চক্রবর্তী বলেন, "তাঁর আবার এটুকুতে হবে না । দেশ বিদেশে গিয়ে সোনা পাচার করতে হবে ৷ কয়লা পাচারকাণ্ডে তাঁর বিরুদ্ধে নাকি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে । এসবের কোনও মানে হয় না ৷ তু তু ম‍্যায় ম‍্যায় চলবে না । এদের সবকটাকে জেলে ঢোকাতে হবে । কারণ এরা বাংলার সাধারণ মানুষ, যুব সমাজের চোখে অপরাধী । অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে ।"আরও পড়ুন :Price Hike : মূল্যবৃদ্ধির আগুনে নাজেহাল গৃহস্থ, চলছে শাসক-বিরোধী তরজা

ABOUT THE AUTHOR

...view details