পশ্চিমবঙ্গ

west bengal

Old Women Murder : ইছাপুরে বৃদ্ধা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

By

Published : Mar 10, 2022, 2:49 PM IST

ইছাপুরে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার হল মূল অভিযুক্ত। বৃদ্ধার কাছে কিছু টাকা চেয়েছিল ধৃত। পুলিশের জেরায় অপরাধ স্বীকার করে সে (Accused Arrested in Ichapur Old Woman Murder Case)।

Ichapur Murder Case
ইছাপুরে বৃদ্ধাকে খুনের অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত

ইছাপুর, 10মার্চ: ইছাপুরে বৃদ্ধা খুনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম অঞ্জন চৌধুরি (38) ৷ জানা যায় টাকা চেয়ে না পাওয়াতে সে খুন করে বৃদ্ধাকে। ঘটনাটি ঘটে নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর নতুনপাড়া কামাখ্যা মন্দির এলাকায়। মৃতার নাম শিক্তা চট্টোপাধ্যায়। বয়স 70 বছর। তিনি বাড়িতে একাই থাকতেন। মৃতার স্বামী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন। অবসর নেবার পর ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। জ্যোতির্ময়বাবুর মৃত্যুর পর আট বছর যাবৎ বৃদ্ধা একাই ওই বাড়িতে থাকতেন ৷

স্থানীয় সূত্রে খবর, ওইদিন রাতে এক পড়শি মহিলা দরজা খোলা দেখে বৃদ্ধাকে ডাকাডাকি করেন। কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি। মোবাইলে ফোন করলেও ফোন বন্ধ ছিল। এরপর প্রতিবেশীরা বৃদ্ধার বাড়ির সামনে এসে জমায়েত হন । দীর্ঘক্ষণ বৃদ্ধার আওয়াজ না পেয়ে প্রতিবেশীরাই নোয়াপাড়া থানায় খবর দেন । পুলিশ এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সোমবার স্নিফার ডগ এনে তদন্ত করে পুলিশ।

অরও পড়ুন:ইছাপুরে লুটে বাধা দিতে গিয়ে খুন বৃদ্ধা

এই খুনের অভিযোগে ইছাপুর লেলিন নগরের বাসিন্দা অঞ্জন চৌধুরীকে (38) গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ ((Accused Arrested in Ichapur Old Woman Murder Case)। গতকাল রাতে পুলিশ লেনিন নগরে তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে। পুলিশের জেরায় অপরাধ স্বীকার করে সে । জানা গিয়েছে 6 বছর আগে রেলে একটি পা কাটা পড়ে অঞ্জনের। তারপরই নকল পা নিয়ে হাঁটছিলেন। সম্ভবত মৃতা শিক্তা চট্টোপাধ্যায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন অঞ্জন ৷ আর সেই টাকা না পাওয়াতেই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details