পশ্চিমবঙ্গ

west bengal

Patient Died: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতাল চত্বরে

By

Published : Sep 24, 2022, 9:47 PM IST

Updated : Sep 25, 2022, 9:08 AM IST

Patient Died

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা বারাসতের বেসরকারি হাসপাতালে (Patient Died in Barasat) ৷ চিকিৎসায় গাফলতির জেরে রোগীর মৃত্যুর অভিযোগ পরিবারের ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

বারাসত, 24 সেপ্টেম্বর: রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা বারাসতের এক বেসরকারি হাসপাতালে (Patient died for Wrong Treatment) ৷ চিকিৎসার গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ মৃতের নাম বিশ্বনাথ দাস (62) ৷ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বারাসতের এক বেসরকারি হাসপাতাল চত্বরে। হাসপাতালের সামনে যশোর রোডের ওপর দেহ রেখে বিক্ষোভ পরিবারের লোকজনদের। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতাল চত্বরে

মৃতের পরিবারের অভিযোগ, সোমবার গলব্লাডারের যন্ত্রণা নিয়ে তিনি ভরতি হয়েছিলেন বারাসত যশোর রোডের ধারে ওই বেসরকারি হাসপাতালে। সেদিনই রোগীর অস্ত্রোপচার করা হয়। তার পরেরদিন মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে আসার পর থেকেই ওই প্রৌঢ়ের পেট এবং মুখ ফুলতে শুরু করে। শারীরিক অবস্থার অবনতি হতে দেখে শুক্রবার ফের ওই প্রৌঢ়কে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু সেখানে ভরতি না-নিয়ে তাঁকে রেফার করে দেওয়া হয় অন্যত্র । নিরুপায় হয়ে পরিবারের লোকজন রোগীকে নিয়ে প্রথমে ছোটেন বারাসত জেলা হাসপাতালে। কিন্তু, সেখানেও ঠিকমতো চিকিৎসা না-পেয়ে রাতে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন। আরজি কর হাসপতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রোগীর। এরপরই বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতের পরিবারের লোকেরা।

আরও পড়ুন: সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মহিলার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ

শনিবার সকালে হাসপাতালের সামনে রীতিমতো মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের লোকজন। তুমুল বিক্ষোভ এবং ক্ষোভের কারণে একসময় বেসরকারি হাসপাতালের মূল গেট বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। খবর পেয়ে শেষে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মৃত রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated :Sep 25, 2022, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details