পশ্চিমবঙ্গ

west bengal

Titagarh Bomb Blast: টিটাগড়ে স্কুলে বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান

By

Published : Sep 20, 2022, 5:37 PM IST

ncpcr-chief-to-travel-to-titagarh-to-probe-school-blast
Titagarh Bomb Blast: টিটাগড়ে স্কুলে বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান ()

টিটাগড়ে স্কুলে বিস্ফোরণে (Titagarh Bomb Blast) ঘটনাস্থল পরিদর্শনে আসছেন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো (NCPCR chief Priyank Kanoongo) ৷ আগামিকাল তিনি সেখানে আসবেন ৷

নয়াদল্লি, 20 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের (Titagarh Bomb Blast) ঘটনায় এবার পদক্ষেপ করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR) ৷ ওই কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো (NCPCR chief Priyank Kanoongo) আগামিকাল বুধবার টিটাগড়ে যাচ্ছেন ৷ কীভাবে বিস্ফোরণ হল, ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, কারা অভিযুক্ত, পুলিশ এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে - এই সবই তিনি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে ৷

গত শনিবার টিটাগড়ের ওই স্কুলে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে স্কুলের ছাদের একাংশ উড়ে যায় ৷ সেই সময় স্কুলেই উপস্থিত ছিলেন ছাত্র ও শিক্ষকরা ৷ তিনতলা বাড়ির প্রথম দুই তলেই তাঁরা ছিলেন ৷ তাই এই বিস্ফোরণে সৌভাগ্যক্রমে হতাহত কেউ নেই ৷

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে ৷ ধৃতদের বয়স 18 থেকে 19 এর মধ্যে ৷ তাদের উত্তর 24 পরগনার কামারহাটি থেকে টিটাগড়ের মধ্যবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ এদিকে প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, ঘটনাটি খুবই গুরুতর৷ সেই কারণেই তিনি তদন্ত করে দেখবেন ৷

প্রসঙ্গত, সোমবার এই বিস্ফোরণ নিয়ে এনআইএ (NIA) তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) ৷ শুভেন্দুর দাবি, পুলিশ প্রথম থেকে এই বিস্ফোরণের ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে ৷ স্কুলের ছাদে বিস্ফোরণ হলেও কেউ হতাহত হয়নি, এই যুক্তি দেওয়া হচ্ছে ৷ এমন যুক্তি দেওয়া হচ্ছে, যাতে মনে হচ্ছে এটা পুলিশের কাছে খুব সাধারণ ঘটনা ৷ এই প্রেক্ষিতে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু অধিকারী ৷

আর তার পরই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রধানের ঘটনাস্থল পরিদর্শনে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :টিটাগড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details