পশ্চিমবঙ্গ

west bengal

'সফটওয়্যার আপডেট নেই', নতুন-পুরনো দ্বন্দ্বে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের!

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:54 PM IST

Narayan Goswami: "দলে বয়স্ক বা প্রবীণ যাঁরা আছেন তাঁরা থাকবেন পরামর্শ দেওয়ার জন্য৷ গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় এগিয়ে চলবে ৷" নতুন-পুরনো দ্বন্দ্ব নিয়ে অশোকনগরের বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক ৷

Etv Bharat
বিতর্কিত মন্তব্য অশোকনগরের বিধায়কের

অশোকনগরের বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক

অশোকনগর, 2 জানুয়ারি: নতুন করে তৃণমূল দলের অভ্যন্তরে আদি-নব্যের দ্বন্দ্ব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ তার মাঝে বিতর্কিত মন্তব্য অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারেন নেত্রী মমতার নতুন-পুরনো বিতর্কে বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে বলে মন্তব্য বিজেপির।

মঙ্গলবার উত্তর 24 পরগণার অশোকনগরের হরপুরে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেন, "যে বিতর্ক আছে সেই বিতর্ক থাকার কথা নয়। কারণ নেত্রী আমাদের একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো অনান্য রাজনৈতিক দল থেকে শিক্ষা নিতে হবে ৷ একজন ইয়ং ছেলে যা করতে পারেন তা 80-85 বছর বয়সী ব্যক্তি করতে পারেন না ৷ বয়স্ক বা প্রবীণ যাঁরা আছেন তাঁরা থাকবেন পরামর্শ দেওয়ার জন্য ৷ গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় এগিয়ে চলবে ৷"

এরপরেই সিপিএমের প্রসঙ্গ টেনে বলেন, "এই দলের একটা ধারণা আছে, দেহত্যাগ না হলে পদত্যাগ নয়। বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টি চালাতে হবে। সেই জায়গায় অনেকে আছেন যাঁদের সফটওয়্যারে আপডেট নেই। অনেক পুরনো সফটওয়্যার। সেইটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না। সে তো নিতে পারবে না।"

তিনি আরও বলেন, "সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরার জন্য এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের কাছে যদি থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণ যোগ্য। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারেন, নেত্রী মমতার উন্নয়নকে বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে।"

বলা বাহুল্য, বিধায়কের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক ৷ এই বিষয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, "এটা থেকেই বোঝা যায় এই দলটা কি অবস্থা। পুরনো এবং নতুনের যে দ্বন্দ্ব আগামী দিনে বাংলা থেকে তৃণমূল দলটা বিদায় নেবে। আর এই দ্বন্দ্ব তো আর থেমে থাকবে না।"

আরও পড়ুন:

1. দলীয় কোন্দলের মাঝেই তৃণমূলে 'সেনাপতি' জল্পনা কুণালের !

2.'আফিমের নাম ধর্ম, তাই খাওয়ানোর চেষ্টা চলছে'; জাতপাত প্রসঙ্গে বিজেপিকে বিঁধলেন ব্রাত্য

3.তৃণমূলে দ্বন্দ্ব ছিল-আছে, থাকবে; কোন প্রসঙ্গে এই মন্তব্য কৃষিমন্ত্ৰীর ?

ABOUT THE AUTHOR

...view details