পশ্চিমবঙ্গ

west bengal

Barasat Dengue: প্রকোপ বাড়ছে ডেঙ্গির, এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

By

Published : Aug 31, 2022, 9:47 PM IST

ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসত জেলা হাসপাতাল পরিদর্শন অতিরিক্ত জেলাশাসকের (District Administration Visits Various Areas)। হাসপাতাল চত্বরের কোথায়ও জমা জল কিংবা ময়লা আবর্জনা জমে আছে কি না, তা সরজমিনে খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা (District Administration on Dengue Precaution)।

Barasat Dengue
বারাসত জেলা হাসপাতাল পরিদর্শন অতিরিক্ত জেলাশাসকের

বারাসত, 31 অগস্ট:বুধবার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক তাহেরুজ্জামান। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল, পৌরসভার জঞ্জাল বিভাগের পৌরপারিষদ সৌমেন আচার্য-সহ প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকরা (District Administration Visits Various Areas)।

রাজ্যের শহর ও শহরতলিতে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue in Barasat)। তালিকায় রয়েছে উত্তর 24 পরগনার জেলাও। ইতিমধ্যে জেলার একাধিক পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। তারইমধ্যে হাসপাতাল চত্বরের কোথায়ও বৃষ্টির জমা জল কিংবা ময়লা আবর্জনা পড়ে রয়েছে কি না, তা এদিন সরজমিনে খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

প্রকোপ বাড়ছে ডেঙ্গির, এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

প্রসঙ্গত, কোভিড সংক্রমণ কমলেও এখনও তা পুরোপুরি বিদায় নেয়নি দেশ তথা রাজ্য থেকে। তারই মাঝে বঙ্গে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গতবছরের তুলনায় এবছর প্রায় 7 গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সেই কারণে জেলাজুড়ে চলছে ডেঙ্গি সচেতনতা শিবির। ডেঙ্গিপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত পরিদর্শনও করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই আবহেই এদিনের পরিদর্শন বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

আরও পড়ুন:সাধের কচুর শাকে মশার লার্ভা, চাঞ্চল্য কলকাতা পৌরনিগমে

ABOUT THE AUTHOR

...view details