পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: সুন্দরবনে বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী, করলেন বৃক্ষরোপণ

By

Published : Nov 29, 2022, 7:16 PM IST

CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans
CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans ()

সুন্দরবনের দেবী বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans) ৷ প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি ৷ পুজো দেন দক্ষিণরায়ের থানেও ৷

কলকাতা ও সুন্দরবন, 29 নভেম্বর: সুন্দরবনের জলে-জঙ্গলে কথিত আছে, ‘রাখে বনবিবি, মারে কে’ ৷ খাঁড়ি, বাদাবন আর মউলি-মেছুয়ার জঙ্গলে এই বনবিবি একমাত্র রক্ষাকর্তা ৷ তাই সুন্দরবনের মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম ৷ মঙ্গলবার এই বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans) ৷ মূলত মাঘ মাসের 1 তারিখ বনবিবির পুজো হয় ৷ তবে, মঙ্গলবার যেন অকালবোধন হল ৷

মুখ্যমন্ত্রীর সফরের জন্য বনবিবির থান গোবর জল দিয়ে নিকিয়ে, মন্দির সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছিল ৷ সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথমে বনবিবির থানে শাড়ি ও মালা দিয়ে পুজো দেন ৷ পরে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি ৷ এর পর দক্ষিণরায়ের থানেও পুজো দেন মুখ্যমন্ত্রী ৷ পরে মন্দির চত্বরে থাকা ক্যাওড়া গাছে মালা ও কাপড় দিয়ে পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বনবিবির মন্দির চত্বরে ক্যাওড়া গাছে পুজো মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন:নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কথিতত আছে, বনবিবির থান হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ৷ হিন্দু-মুসলমান ধর্ম নির্বিশেষে মানুষ এখানে পুজো দিতে পারেন এবং দেন ৷ এখানকার পুরোহিতদের পোশাকও তাই অন্যরকম ৷ এদিন মুখ্যমন্ত্রী যখন পুজো দিতে যান, তখন থানের পুরোহিতদের পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি ৷ আর প্রত্যেকের গলায় লাল গামছা ৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁদের নতুন পোশাক উপহার দেন ৷ মুখ্যমন্ত্রীকেও তাঁরা সুন্দরবনের লাল গামছা দিয়ে স্বাগত জানিয়েছেন। এদিনের পুজো দেওয়ার পর সুন্দরবনে বৃক্ষরোপণ করেছেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details